আব্দুল গাফফার শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলা জামায়াতের রুকন(সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮অক্টোবর) সকাল ৯ টায় শহরের হামছায়াপুরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ে এ রুকন সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৫(শেরপুর-ধুনট) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আসন্ন জাতীয় নির্বাচন আমাদের জন্য ”একটি বড় চ্যালেঞ্জ ”। রাসূল (সাঃ) এর সময় সাহাবাগণ যেমন ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন আসন্ন নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের রুকনদের তেমনই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি আরো বলেন দীর্ঘ জলুমের শাসনের অবসান হয়েছে। বর্তমানে দেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে । আসন্ন নির্বাচনে গণমানুষের সমর্থনে এদেশে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ । উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শেরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম,ধুনট উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নাজমুল হক প্রমুখ। সম্মেলনে আগামী তিন বছরের জন্য ”আমীরে জামায়াত নির্বাচনের জন্য” ভোট গ্রহণ করা হয়। উপজেলার প্রায় ছয়শত পুরুষ ও মহিলা রুকন (সদস্য) গোপন ব্যালটে তাদের ভোট প্রদান করেন।