মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
আগামী জাতীয় নির্বাচনের আগেই পতিত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ড এবং জুলাই হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা আয়োজিত এক গণমিছিল পরবর্তী সমাবেশে এ দাবি তুলেন নেতৃবৃন্দ।
গণমিছিলটি জেলা শহরের কলেজ মোড় থেকে শুরু হয়। মহাসড়ক প্রদক্ষিণ শেষে চৌড়ঙ্গী মোড়ে গিয়ে সমাবেশে অংশ নেয়। মিছিলে ‘ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবেনা’, ‘খুনী হাসিনার ঠিকানা, এই বাংলায় হবেনা’, ‘আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার কর করতে হবে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘গুম খুনের রাজনীতি, এই বাংলায় চলবে না’- স্লোগান তোলা হয়।
গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের পঞ্চগড় জেলা সভাপতি জুলফিকার রহমান ও সেক্রেটারি রাশেদ ইসলাম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোহেল রানা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার বিগত ১৫ বছর এ দেশের মানুষের ওপর নির্যাতনের স্ট্রিমরোলার চালিয়েছে। যারা তাদের দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিলো। বিগত ১৫ বছরে বন্দুকযুদ্ধ আর ক্রসফায়ারের নামে একহাজার ৯২৬ জনকে বিচারবহির্ভুতভাবে হত্যা করা হয়েছে। শুধু ২০১৯ থেকে সাল ২৪ সালের মধ্যে বিচারবহির্ভুত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে প্রায় ১৬ হাজার। এমন প্রতিটি গুম-খুনের বিচার অতিসত্বর করতে হবে।
তিনি বলেন, জুলাই বিপ্লবের রক্তের দাগ এখনো শুকায়নি, এরই মধ্যে আওয়ামী লীগকে পূণর্বাসনের চেষ্টা করা হচ্ছে। স্পষ্ট বক্তব্য হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এদেশের মানুষ মেনে নিবেনা। জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, তাদেরমধ্যে নূন্যতম অপরাধবোধ কাজ করছেনা। ফ্যাসিস্ট তাদের মাথার মধ্যে এমনভাবে চেপে বসেছে, তারা সব অন্যায়কে বৈধতা দিয়েছে। ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনি গুম-খুনের দায়ে পতিত আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।
সোহেল রানা বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছরে এই দেশ থেকে ১৮ লাখ কোটি টাকা পাচার করেছে। তারা এদেশের প্রতিটি সেক্টরের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজবাষ্প ছড়িয়ে দিয়েছে। তারা গুম-খুন-দুর্নীতির যে ধারা চালু করেছিলো, এজন্য তাদের প্রধান মাফিয়া শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে ১০০ বার ফাঁসিতে ঝুলালেও কম হবে।
বর্তমান সরকারকে উদ্দেশ্য করে ছাত্রশিবিরের এই নেতা বলেন, আপনারা নমনীয়তা থেকে থেকে বেরিয়ে এসে দ্রুত পতিত আওয়ামী লীগের প্রতিটি গুম-খুনের বিচার শুরু করুন। দেশের মানুষ খুনিদের বিচার দেখতে চায়। জুলাই বিপ্লবে দুই হাজার শহীদ হয়েছেন এবং ২০ হাজার আহত হয়ে এখনো অনেকে হাসপাতালে কাতরাচ্ছেন। কিন্তু নতজানু সরকার নমনীয় আচরণের মাধ্যমে কোন বিচার কাজ করতে পারছেনা। আমাদের স্পষ্ট দাবি আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যাসহ সকল গুম-খুনের বিচার নিশ্চিত করতে হবে।