মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,,
অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় দুই দশক আগে ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে শ্বশুরের জমিতে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন মঈন উদ্দিন বেলাল। কর্মী নিয়োগ দিয়ে তিনি চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান—প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়া হবে।
এই লোভনীয় প্রস্তাবে হবিগঞ্জের চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ’ কোটি টাকারও বেশি অর্থ জমা রাখেন। শুরুতে মুনাফা দেওয়া হলেও গত তিন বছর ধরে আসল টাকা ফেরত না দেওয়ায় গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।
ভুক্তভোগীদের অনেকে জানান, গরু-ছাগল ও জমি বিক্রি করে তারা কষ্টার্জিত অর্থ জমা রেখেছিলেন। সুরমা গ্রামের মানিক মিয়া অভিযোগ করে বলেন—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন। এতে বহু পরিবার স্বপ্নভঙ্গ হয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির পরিচালক সায়েম ও সালমান পলাতক রয়েছেন। অভিযোগ রয়েছে, তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও আত্মগোপনে চলে গেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।