মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯ টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও ২ লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।জব্দ করা জালের বাজার মূল্য ৫৮ লাখ ৬১ হাজার টাকা। এছাড়াও ৫৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে গেল তিনদিনে বরিশাল বিভাগে ৪৯ বার বিভিন্ন মৎস্য অবতরন কেন্দ্র, ৫৯১ বার বিভিন্ন মাছ ঘাট, একহাজার একবার বিভিন্ন আড়ত ও ৬৩৫ টি বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলার কর্মকর্তারা।
মৎস্য বিভাগের সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দীন দেশ চ্যানেলকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরন, পরিবহন ও বিপনন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।