মোঃ মনজিরুল ইসলাম নীলফামারী
নীলফামারীর ডিমলা থানার পুলিশ রোববার (২৪ সেপ্টেম্বর) ৫শ’ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
আটকৃতরা হলো- খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা পঞ্চনপাড়া গ্রামের দেলবর মিয়ার ছেলে সুজন ইসলাম (৩২) ও ছোটখাতা চরপাড়া গ্রামের সোলায়মানের ছেলে হৃদয় ইসলাম( ২১)
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চনপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। সেখানে সুজন ইসলামের কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে ৪০০ গ্রাম গাঁজা ও হৃদয় ইসলামের পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ১০০ গ্রাম গাঁজা পায় পুলিশ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।