ঢাকাSaturday , 30 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নুরের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে জাপা অফিস ভাঙচুর।

দেশ চ্যানেল
August 30, 2025 3:52 pm
Link Copied!

নূর মোহাম্মদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা শাখা গণঅধিকার পরিষদ। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির উপজেলা কার্যালয় ভাঙচুর করেন এবং অফিসের ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

শনিবার দুপুর দেড়টার দিকে হরিপুর উপজেলায় এই বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।

হরিপুর উপজেলার গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন বলেন তার নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জনের একটি মিছিল উপজেলার বটতলী থেকে শুরু হয়।

মিছিলটি উপজেলা পরিষদ পার হয়ে জাতীয় পার্টির অফিস ক্রোসিং করার সময় কিছু বিক্ষুব্ধ নেতাকর্মীরা উপজেলা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে এবং অফিসে থাকা আসবাবপত্র ভাঙচুর করে অগ্নিসংযোগ করে।

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমন আরো জানান, জাপার লোকজন বিনা উসকানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নুরসহ অসংখ্য নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক রুপম আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোজাক্কের ইসলাম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

হরিপর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানান, বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় কিন্তু লোকজন জাতীয় পার্টির উপজেলা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় কেউ আহত হয়নি। এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST