ঢাকাMonday , 24 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

“নেএকোনার দূর্গাপুরে গরুর খামারে ডাকাতি ও কেয়ারটেকার হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার।

দেশ চ্যানেল
March 24, 2025 12:05 pm
Link Copied!

উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর,নেএকোনা।

নেএকোনা জেলার দূর্গাপুর থানায় গরুর খামারে ডাকাতির ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গত ৫ মার্চ রাত সাড়ে ১০টা থেকে পরের দিন ৬ মার্চ ভোর সাড়ে ৭টার মধ্যে দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” থেকে ৭টি গরু ডাকাতি করা হয়। ডাকাতরা ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিন(৬৫)কে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বজন মো. জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা দায়ের করেন।

মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ মার্চ তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) এবং মো. ইউনুস আলী (৪৫)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ২০-৩৩৯৩ নম্বরের একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুরি, রেঞ্চসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান,মামলার অন্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST