জিয়াউল হক,দূর্গাপুর উপজেলা প্রতিনিধি নেত্রকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে সাহিত্য সমাজের আয়োজনে ও পথ পাঠাগারের সহযোগিতায়,প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উপজেলার বিজয়পুর সাদা মাটির পাহাড়ে নবম সুসঙ্গ কবিতা উৎসব পালিত হয়। শুক্রবার(২৭ডিসেম্বর)। অনুষ্ঠানে উদ্বোধন করেন নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী।
দুর্গাপুর সাহিত্য সমাজের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জীবন নন্দীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি এনামুল হক পলাশ। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু,কবি অনিদ্য জসিম, আবুল বাশার,লোকান্ত শাওন, মতিন্দ্র মানকিন,সজীম শাইন, কামাল হোসাইন,বিদ্যুৎ সরকার, জীবন চক্রবর্তী, দুনিয়া মামুন, বকুল মাস্টার,পহেলী দে, পল্লব চক্রবর্তী, ফজলুল হক, হেলাল খান, হিরন দাদমিত্র, কাজল তালুকদার, আরিয়ান সিদ্দিক, আইরিন সুলতানা, দেবব্রত, শাহান শাহ, সাইমন, তোজ্জাম্মেল হক, শাকিল মাহমুদ শাহীন, খন্দকার অলিউল্লাহ, আল আমিন খান, নির্মল রবিদাস সহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা কবিগণ।
সাদামাটির পাহাড়ে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত কবিরা তাদের মনের মাধুরী দিয়ে কবিতা পাঠ করেন। এছাড়াও কবি এবং কবিতার সাথে সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন কবিরা। আগামী দিনগুলোতেও কবিতা উৎসব আরো বর্ণান্ধব হবে আয়োজকদের কাছে নানা প্রত্যাশা রাখেন উপস্থিত কবিরা।
আলোচনা পর্বে বক্তারা বলেন, মানব সভ্যতার বিকাশ ও বিনির্মাণে কবি ও কবিতার অবদান অসামান্য।সাহিত্য মানুষের মনের খোরাক যোগায়।
সুষ্ঠু সমাজ ও জাতি গঠনে কবিদের ভূমিকা রয়েছে। বাংলা কবিতা তাই শিল্পে, প্রতিবাদে ও মানবিক বোধের অহংকার। নতুন প্রজন্ম যেন পথভ্রষ্ট না হয় সেজন্য বেশি বেশি এ ধরনের অনুষ্ঠানের আয়োজন ও বেশি বেশি সাহিত্যচর্চা করতে হবে।