জিয়াউল হক, দূর্গাপুর উপজেলা প্রতিনিধি।
আজ ১৯ নভেম্বর সকাল ৭ ঘটিকায় দূর্গাপুর সেনাবাহিনীর ক্যাম্পের ৭৭ ব্রিগেডিয়ার মেজর জিসানুর হায়দার এর নেএীতাদিন প্রতিদিনের নিয়মিত ঠহল ও চেকপোষ্ট কার্যক্তম চলাকালীন দূর্গাপুর বাজার থেকে ৩ কিলোমিটার দূরে শিমুলতলী বাজারে চেক করার সময়,সকাল ৮ টায় দ্রত গতির একটি পিকআপ সন্দেহমূলক তল্লাশী করেন, সেখান থেকে ২৮ বোতল ভারতীয় মদ সহ ২ টা মোবাইল জব্দ করা হয়।আটককৃতরা হলেন, শাহজাহান মিয়া (৩৬), আব্দুল কুদ্দুস(২৭)। তারা দুইজনই ময়মনসিংহ জেলার দুবাউড়া থানার বাসিন্দা। আটককৃত ২ জনকে দূর্গাপুর থানায় প্রেরন করা হয় এবং তাদের বিরুব্দে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।