জিয়াউল হক, উপজেলা প্রতিনিধি, দূর্পাপুর, নেএকোনা।
নেত্রকোনার দুর্গাপুরে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে দূর্গাপুর থানা পুলিশ।উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের জমি পরিমাপক অজিত ভাদুরীর ছেলে,অসিত ভাদুরী (২৬) আজ (১৯মার্চ)বুধবার সকাল ৭ টায় নিজ বাড়ির পাশে বেল গাছে তার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে জানতে পারা যায়, মৃত অসিত ভাদূরী আগের রাতে নিজ ধর্মীয় উৎসব পালন করতে মন্দিরে যান।সেকান থেকে বাড়িতে ফেরেন রাত ১১ টায়, বাড়িতে এসে রাতের খাবার শেষ করে নিজ কক্ষে ঘুমিয়ে পরেন।সকালে তার মৃতদেহ বাড়ি পাশের বেলগাছে যুলন্ত অবস্তায় পাওয়া যায়।
এ ঘটনায় দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে,থানায় অপমৃত্যুর একটা মামলা হয়েছে।লাশ ময়না তদন্তের জন্য নেএকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।