জিয়াউল হক,উপজেলা প্রতিনিধি, দূর্গাপুর নেএকোনা।
গত শনিবার নেএকোনা জেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে একজনকে দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতরো যখম করায় ঘটনাস্থলেই নিহত, অপরদিকে পাল্টা হামলায় একজনসহ নিহত ২।
ঘটনা সূত্রে জানা যায়, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নেএকোনা জেলা সদরের মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া জেলা বিএনপি’র কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন হামলা করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে অপরদিকে,গ্রামের বাড়িতে হামলা চালিয়ে চার জনকে আহত করলে, আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়।
রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেক জনের অবস্থাও আশঙ্কাজনক। রফিকের স্বজনরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক হলেও তিনি বেচে আছেন । দুইজনের মৃত্যুর বিষয়টি নেএকোনা সদর সার্কেল এএসপি সজল সরকার নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান,এ ঘঠনায় এখন পর্যন্ত ২ জন নিহত, ও ৩ জন গুরুতর আহত হয়েছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে।