রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনা-১( কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার মনোনয়ন পেলেন প্রাক্তন এমপি ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী। রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।
জানা যায়, নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের ২২ জন নেতা নৌকা প্রতীকের জন্য মনোনয়ন দাখিল করলেও যাচাই বাছাইয়ের পর মোশতাক আহমেদ রুহীকে মনোনীত করে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।
নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে মোশতাক আহমেদ রুহী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এদিকে তার মনোনয়ন পাওয়ার বিষয়টি জানার পর নেত্রকোনা-১ আসনের নেতা কর্মীরা মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল বের করে।