ঢাকাWednesday , 22 November 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নেত্রকোনা-১ আসনে নৌকার মাঝি হতে চান ২২ জন

    দেশ চ্যানেল
    November 22, 2023 12:09 pm
    Link Copied!

    রফিকুল ইসলাম দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি

    নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা। এই দুই উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসন। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়ন ও দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে এ আসন গঠিত।

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ময়মনসিংহ বিভাগের বুথ থেকে মনোনয়ন বিক্রির শুরু থেকে শেষ পর্যন্ত এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন ২২ জন মনোনয়ন প্রত্যাশি । এ বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগে মনোনয়ন ফরম বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং।

    নেত্রকোনা -১আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা। তারা হলেন, নেত্রকোনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ:সভাপতি মানু মজুমদার, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশতাক আহমেদ রুহী, আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতাউর রহমান খান আঁখির, একেএম জিয়াউল হক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. এরশাদুর রহমান মিন্টু, আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোস্তফা জামাল লিটন ও গীতিকার সুজন হাজং, দুর্গাপুর উপজেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আ.লীগ নেতা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, এডভোকেট মুজিবুর রহমান, জেলা আ.লীগের উপদেষ্টা কমিটির সদস্য ওসমান গনি, কলমাকান্দা উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন মাতু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিতাস রায় রানা, আ.লীগ নেতা শাহ্ মোহসীন,মো. শহিদুল ইসলাম, তপন কুমার তালুকদার(শংকর) ও মোশারফ হোসেন ডন।

    আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন সবাই। মনোনয়ন পেতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে করছেন লবিং তদ্বির। গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব নেতা ও তাদের কর্মী-সমর্থকরা তফসিলকে স্বাগত জানিয়ে এলাকায় আনন্দ মিছিলও করেছেন। এরপর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। এসব কর্মী-সমর্থকরা পছন্দের নেতার মনোনয়ন পত্র সংগ্রহসহ বিভিন্ন ছবি সমর্থকদের দিয়ে ফেসবুকে পোস্ট করে প্রচারণা ও দোয়া চাচ্ছেন।

    মনোনয়ন প্রত্যাশীরা জানান, দল যদি মনোনয়ন দেয়, তাহলে অবশ্যই বিজয় অর্জন করতে সক্ষম হবে তারা। নৌকা যাকেই দেইক তার হয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST