রফিকুল ইসলাম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে। এ আসনে ঝুমা তালুকদার দলীয় মনোনয়ন চেয়েছিলেন কিন্ত পাননি। এর পরপরই তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঝুমা তালুকদারের পক্ষে তাঁর প্রতিনিধি মো. আবু রায়হান। বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটানিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম প্রিন্স।
স্বতন্ত্র প্রার্থিতার বিষয় জানতে চাইলে ঝুমা তালুকদার সাংবাদিকদের বলেন, যেহেতু নির্বাচন করতে দলের কোনো বাধা নেই; নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে। তাই নির্বাচন করব।’আমি দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করে আসছি। আমার পিতা মরহুম জালাল উদ্দিন তালুকদার এ আসনের সংসদ সদস্য ছিলেন। আমার পিতার অসমাপ্ত কাজ গুলো আপনাদের সাথে নিয়ে সমাপ্ত করতে চাই। আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।