আবদুর রহিম:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির প্রচারণা আরও গতিশীল হয়ে উঠেছে। দলীয় মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে মাঠে নেমেছে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিনই ইউনিয়ন-গ্রামজুড়ে দেখা যাচ্ছে তাদের ব্যস্ত গণসংযোগ ও ভোট চাওয়ার কার্যক্রম।
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি ও যুবদলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় দোকানপাট, চা-স্টল, বাজার ও পথচারীদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। পাশাপাশি ভোটারদের হাতে লিফলেটসহ শুভেচ্ছা পৌঁছে দেন।
গণসংযোগে নেতৃত্ব দেন চরহাজারী ওয়ার্ড বিএনপির নেতা আবু তাহের, আবদুল মজিদ মেম্বার, বেলাল সরকার, কামাল, যুবদল নেতা সাইফুল, আলামিন, জাহাঙ্গীর, ছাত্তার, মাসুদ, সালাউদ্দিন, ফয়েজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
এসময় নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বলেন, “পরিবর্তন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
তারা আরও জানান, ভোটারদের দ্বারস্থ হয়ে মাঠ পর্যায়ে প্রচারণা জোরদার করা হয়েছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের উপস্থিতি ও সাড়া পেয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের জোয়ার তৈরি হবে।

