ঢাকাWednesday , 19 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালী-৫ আসনে ধানের শীষে ভোট চেয়ে কোম্পানীগঞ্জে বিএনপির তৃণমূল গণসংযোগ।

দেশ চ্যানেল
November 19, 2025 11:29 am
Link Copied!

আবদুর রহিম:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিএনপির প্রচারণা আরও গতিশীল হয়ে উঠেছে। দলীয় মনোনীত প্রার্থী ফখরুল ইসলামের সমর্থনে মাঠে নেমেছে বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিদিনই ইউনিয়ন-গ্রামজুড়ে দেখা যাচ্ছে তাদের ব্যস্ত গণসংযোগ ও ভোট চাওয়ার কার্যক্রম।

বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি ও যুবদলের উদ্যোগে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্থানীয় দোকানপাট, চা-স্টল, বাজার ও পথচারীদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন চান। পাশাপাশি ভোটারদের হাতে লিফলেটসহ শুভেচ্ছা পৌঁছে দেন।

গণসংযোগে নেতৃত্ব দেন চরহাজারী ওয়ার্ড বিএনপির নেতা আবু তাহের, আবদুল মজিদ মেম্বার, বেলাল সরকার, কামাল, যুবদল নেতা সাইফুল, আলামিন, জাহাঙ্গীর, ছাত্তার, মাসুদ, সালাউদ্দিন, ফয়েজসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

এসময় নেতাকর্মীরা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে বলেন, “পরিবর্তন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

তারা আরও জানান, ভোটারদের দ্বারস্থ হয়ে মাঠ পর্যায়ে প্রচারণা জোরদার করা হয়েছে এবং নির্বাচনের দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের উপস্থিতি ও সাড়া পেয়ে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন যে নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোটের জোয়ার তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST