মিজানুর রহমান
ফরিদপুর জেলা প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারী। ফরিদপুর ২ আসন নগরকান্দা ও সালথা উপজেলা। নির্বাচন কে সামনে রেখে ২৫ ডিসেম্বর সোমবার বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতিক) শাহদাব আকবর লাবু চৌধুরী নির্বাচনী এলাকার নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নে জয়বাংলা বিশ্বরোডের পাশে মুন্সী ফিলিংস্টেশনে নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়ে বিশ্বরোড জয়বাংলার মোড়ে দোকানে দোকানে ও পথচারীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়ন বার্তা লিফট বিতরণ করেন এবং চাঁদহাট বাজার,গোজারিয়া মোড়,জয়বাংলার বাজার সহ বিভিন্ন স্হানে লিফলেট বিতরণ করেন।
এসময় কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কাজী শাহ জামান বাবুলের নেতৃত্বে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের নৌকার সমর্থক শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। নৌকার প্রার্থী এমপি শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন,নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখুন এবং আপনাদের পাশে থেকে নগরকান্দা ও সালথাবাসীর সেবা করার সুযোগ করে দিন।