সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের নড়াগাতী থানার বাউসোনা ইউনিয়নের দেবদুন গ্রামে পাগল ঠাকুরের আশ্রমে জন্মঅষ্টমী উপলক্ষে ২ দিন ব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাতে পাগল ঠাকুরের আশ্রমে এই সতাতন ধর্মের পাগল ঠাকুরের ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন কররেন। শত শত ভক্তরা রাতে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। স্থানীয় সুত্রে জানাযায় প্রতি বছরের ন্যায় এবছর এই সনাতন ধর্মাবলম্বীরা পাগল ঠাকুরের আশ্রমে ২ দিন ব্যাপী কীর্তন গানের আয়োজন করেন।
অনুষ্ঠানের সভাপতি সুবোধ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলার চেয়ারম্যান বাবু কৃষ্ণ পদ সরকার, নড়াইল জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ,বাউসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ চুন্নু শেখ,বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর হোসেন, সাবেক প্রধান শিক্ষক কালি দাশ বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি ভক্তদের উদ্দেশ্য বলেন আপনারা সকলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করবেন।