মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ে ক্ষুদ্র চা চাষিরা চা পাতার ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ৮ দফা দাবিতে মানিক মিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র চা চাষীদের আস্থা এবং বিশ্বাসের প্রতিক চা চাষী সমিতির যুগ্ন আহবায়ক বোদার কৃতি সন্তান মোঃ আনিসুজ্জামান প্রামানিক, উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ ফজলে রাব্বী এ সময় ক্ষুদ্র চা চাষিরা পঞ্চগড় বিশ্ব রোডে চা পাতার বস্তা ফেলে মানববন্ধন করেন এবং তারা আরো জানান চা পাতার ন্যায্য মূল্য না পেলে পরবর্তীতে শাটডাউন ঘোষণা করবেন।ক্ষুদ্র চা চাষী মোঃ ওয়াসিফ জ্জামান প্রামানিক, গণমাধ্যম কর্মীদের জানান ক্ষুদ্র চা চাষীদের বাঁচিয়ে রাখতে হলে সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে হবে চা সিন্ডিকেটে সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আত্তায় আনা হোক, তিনি আরো জানান পঞ্চগড়ের জেলা প্রশাসক সেনাবাহিনী বর্তমান সরকারের প্রধানসহ সকলের সহযোগিতা চান।এ সময় ক্ষুদ্র চা চাষিরা বলেন দাবি মোদের একটাই চা পাতার ন্যায্য মূল্য চাই। মানববন্ধন শেষে চা চাষিরা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন।