মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা পৌরসভার ৫ নং ওয়ার্ডের এশিয়ান হাইওয়ে সংলগ্ন জামাদার পাড়া গ্রামে আব্দুর রউফ সমিলের তিনটি ট্রান্সফর্মার গতকাল গভীর রাতে কে বা কারা চুরি করে নিয়ে যায়। মোঃ সাফি গণমাধ্যম কর্মীদের জানান গতকাল রাতে উক্ত ট্রান্সফর্ম গুলি চুরি হয় এবং ট্রান্সফরমারের ভিতরের কোয়েল গুলি ও তেল নিয়ে যায়। সোমিলের ভাড়াটিয়া সাফি জানান আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল বর্তমানে ট্রান্সফর্মার তিনটির বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।উক্ত ট্রান্সফার চুরির ঘটনাটি বোদা থানা এবং পল্লী বিদ্যুৎ কে অবগত করা হয়েছে তারা বিষয়টি অতি তাড়াতাড়ি খতিয়ে দেখবেন বলে জানান।