মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
পঞ্চগড়ের বোদা সুরমা ক্লিনিকের লাইসেন্স প্রদর্শন করতে না পারার কারণে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবটারি নিয়ন্ত্রক অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।
উক্ত ক্লিনিক যৌথ অভিযানে উপস্থিত ছিলেন বোদা সদর হাসপাতালে আর এম ও মোঃ জাহিদ হাসান। সহকারী কমিশনার ভূমি গণমাধ্যম কর্মীদের জানান সুরমা ক্লিনিকের সেবার মান মোটেই ভালো না এবং তারা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ক্লিনিক টি চালিয়ে আসতে ছিল,বোদা হাসপাতালের আর এম ও জাহিদ হাসান বলেন মানুষ ভালো সেবা পাওয়ার জন্য ক্লিনিকে যায় কিন্তু অতি দুঃখের বিষয় উক্ত ক্লিনিটির বেহাল অবস্থা দেখে মনে হল একজন সুস্থ সবল মানুষ উক্ত ক্লিনিকে গেলে অসুস্থ হয়ে ফিরবে।নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন সেবার মান নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বোদা উপজেলায় যতগুলি ক্লিনিকের লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে সকল ক্লিনিক লাইসেন্স বিহীন তাদের প্রতিষ্ঠানে বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।