মোঃ শাহজাহান কবির প্রধান
বোদা প্রতিনিধি
১৪/১২/২০২৩ খ্রিঃ আজ পঞ্চগড়ের বোদায় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ গ্রাম হিরোইন সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে, বিভিন্ন সূত্রে জানা যায় সবুজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে বোদা থানার এসআই/ মোঃ আব্দুর রাজ্জাক এর নের্তৃত্বে বোদা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বোদা পৌরসভার বোদা বাজারস্থ জনৈক সৌরভ বর্মনের ফার্নিচারের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মো: সুর জামাল ওরফে সবুজ(২৬)পিতা মোঃ মোজাহারুল ইসলাম এর হেফাজত হতে ০৫ গ্রাম হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে বোদা থানার মামলা নং-১১, তাং-১৪/১২/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ৮(ক)রুজু করা হয়। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হলো। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকারী অফিসার এসআই/ মোঃ আব্দুর রাজ্জাক ও সঙ্গীয় অফিসার ও ফোর্স বোদা থানা, পঞ্চগড় ।