মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হকের নির্দেশক্রমে এস আই আব্দুর রাজ্জাক ও সাজেদুর রহমানের সহযোগিতায় উক্ত আসামীদের মইদনদিঘী বাকপুর গ্রাম হতে আটক করা হয়। উক্ত আসামিদের কাছ থেকে ২০০ পিচ ট্যাপেন্ডাডল মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আসামিরা হলেন, ১,মিঠুন ইসলাম পিতা হবিবুর রহমান, ২,বাপ্পি ইসলাম পিতা বাহারুল উভয়ের গ্রাম, প্রধান পাড়া হারিভাসা পঞ্চগড় সদর পঞ্চগড়। আসামিদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়, মামলা নং ১৬। আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়।মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিসের অভিযান অব্যাহত থাকবে।