মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি
পঞ্চগড়ে অতিরিক্ত তাপমাত্রার এবং ভ্যাপসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ । গত এক সপ্তাহ ধরে প্রচন্ড সূর্যের তাপ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রচন্ড তাপমাত্রা থাকে। বাহিরে বের হলে সূর্যের অতিরিক্ত তাপমাত্রার কারণে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। উপজেলা পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কোবির গণমাধ্যম কর্মীদের জানান, প্রচন্ড তাপদাহের কারণে বোদা সদর হাসপাতালে সংখ্যা বেড়ে গেছে। প্রচন্ড তাপমাত্রার কারণে বোদা হাসপাতালে ডায়রিয়া, কলেরা, নিউমোনিয়া, সর্দি কাশি জ্বর রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বোদা জমাদার পাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহীন জানান দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে আমন ধানের পোকা ধরেছে এবং ধান ক্ষেতে অনেক জায়গায় লালচে আকার ধারণ করেছে। এক সপ্তাহের মধ্যে বৃষ্টি না হলে আমন ধানের অনেক ক্ষয় ক্ষতি হতে পারে।