মোঃআমিরুল ইসলাম জেলা প্রতিনিধ।
আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পঞ্চগড় কাঁচা বাজারে অভিযান চালিয়ে দাম বেশী নেওযায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
কাঁচা মালের দাম বেশী নেওয়ায় আনোযার হোসেনকে ৫ হাজার টাকা ও নবিরুলকে ২ হাজার জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মিজানুর রহমান জানান, জেলা প্রশাকসকের নিদ্দেশে কাঁচা বাজারে দাম নিয়ন্ত্র রাখার মনিটরিং করা হচ্ছে। এসময বাজারে কাঁচা মালের দাম বেশী নেওযায় দুই ব্যবসায়ীকে জরিমানা হয় ।