মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় বোদা প্রতিনিধি।
গত কাল থেকে পঞ্চগড় জেলায় সূর্যের আলো দেখা যায়নি, সন্ধ্যা হলে কুয়াশার সঙ্গে শিশির পড়তে দেখা যায়, ভোর থেকে কুয়াশায় ঢেকে যায় পঞ্চগড় বৃষ্টির মত শিশির পড়ে, জেলা,অধিকাংশ মানুষ প্রয়োজন ছাড়া ঘর হতে বাইর হচ্ছে না, সারাদিন পঞ্চগড় জেলায় কোথাও সূর্যের আলো মেলেনি, জীবন জীবিকার তাগিদে নিম্ন আয়ের মানুষগুলো বের হলেও অতিরিক্ত ঠান্ডার কারণে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, বর্তমানে পঞ্চগড় জেলার মানুষ মানবতার জীবনযাপন করতেছে, বোদা কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা, ব্যবসায়ী এমদাদুল হক জানান, ঘন কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে, আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করতেছি, কাজল দিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শিহাব জানান অতিরিক্ত ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে শ্রমজীবী মানুষেরা মানবতার জীবন যাপন করতেছে, তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান, কালিয়াগঞ্জ গ্রামের ভ্যান চালক রাজ্জাক জানান, কুয়াশা এবং অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকেই ভ্যানে চড়তে চায় না, আগে সারাদিন ভ্যান গাড়ি চালিয়ে আমি ৪০০ থেকে ৪৫০ টাকা ইনকাম করতাম কিন্তু অতিরিক্ত ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে আজকে ১০০ টাকাও ইনকাম করতে পারিনি, আমি আমার পরিবার নিয়ে খুবই কষ্টে আছি,এ ব্যাপারে বোদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফুল কবির জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হার্ট অ্যাটাক, স্টক, ডায়রিয়া,নিমুনিয়া,এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট রোগী বেড়ে গেছে,এবং ঠান্ডা জনিত রোগী বর্তমানে বোদা উপজেলা হাসপাতালে অনেক বেশি,