ঢাকাSaturday , 23 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবীতে সড়ক অবরোধ।

দেশ চ্যানেল
November 23, 2024 12:22 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবীতে সড়ক অবরোধ করেছে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম নামের একটি সংগঠন।শনিবার (২৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়ক অবরোধ করে তারা।এতে যানজটে পড়ে দূর্ভোগ পোহাতে দেখা গেছে চালকসহ যাত্রীদের। আগামী শনিবারের মধ্যে পঞ্চগড় সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে চিকিৎসক পদায়ন করা না হলে আবারও সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে সড়ক ত্যাগ করেন তারা।এর আগে ঘন্টাব্যাপী মানববন্ধন করে সংগঠনটি।

সংগঠনটির আয়োজনে মানববন্ধনে সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাডভোকেট আহসান হাবীব সরকার,উপ সমন্বয়ক ওয়াসিম আকরাম,তেঁতুলিয়া উপজেলা প্রতিনিতি রাব্বী ইমন, দেবীগঞ্জের আব্দুল মজিদ,আটোয়ারীর আতিক হাসান,বোদার আব্দুল মতিন,মানিক খান ও তানবিরুল বারী নয়ন বক্তব্যে রাখেন।

বক্তারা বলেন,পঞ্চগড় স্বাস্থ্যসেবা গত ১৫ বছর ধরে অবহেলিত আর কতদিন ধরে থাকতে হবে।কবে সচেতন হবে পঞ্চগড়ের মানুষ। আর কতদিনে মুখ ফিরে তাকাবে বাংলাদেশের সরকার।জেলায় ১৩৭ টি চিকিৎসকের পদ থাকলেও রয়েছেন মাত্র ১৪-১৫ জন চিকিৎসক।সেটা দিয়ে ১১-১২ লাখ মানুষের স্বাস্থ্য সেবা কিভাবে নিশ্চিত করা যায়।আমরা শুনেছি কিছুদিন আগে চিকিৎসক পদায়ন করা হয়েছিল।তারা যোগদান না করে, স্বাস্থ্য অধিদপ্তরে ম্যানেজ করছে পঞ্চগড়ে না আসার জন্য।পঞ্চগড়ের মানুষ কি মানুষ না,আমাদের কি জীবন নাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST