ঢাকাThursday , 8 January 2026
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চেয়ারম্যানের উপস্থিতিতেই দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি দখলের অভিযোগ।

দেশ চ্যানেল
January 8, 2026 2:29 pm
Link Copied!

মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নে সরকারি দায়িত্বে নিয়োজিত দফাদারের বিরুদ্ধে চা কারখানার জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ভজনপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী।

পঞ্চবর্ণ টি কোম্পানির পরিচালক নবির উদ্দিন ও স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার (০৭ জানুয়ারি) পঞ্চবর্ণ চা কোম্পানির জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন ইউনিয়ন পরিষদে একটি শালিস বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী এবং তিনজন ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

শালিস বৈঠকে চেয়ারম্যান দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেন। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন আপাতত কয়েকদিনের জন্য উক্ত জমিতে পঞ্চবর্ণ চা কোম্পানি কর্তৃপক্ষ এবং সেকেন্দার আলীর পরিবার কেউই প্রবেশ করতে পারবে না। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বিষয়টির স্থায়ী সমাধান করা হবে বলে জানান তিনি।

তবে অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের এই ঘোষণার পরপরই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় তার পরিবারের সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে হাতে লাঠি, সোঁটা ও দেশীয় অস্ত্রসহ চা কারখানায় হামলা চালান। তারা কারখানা কর্তৃপক্ষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে সরিয়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং কারখানার প্রায় ১০ শতক জমিতে টিনের বেড়া দিয়ে জোরপূর্বক দখল নেন।

এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিন উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ আসার আগেই গ্রাম পুলিশ দফাদার সেকেন্দার আলী সরকারি পোশাক পরিহিত অবস্থায় টিনের বেড়া দিয়ে জমিটি নিজের দাবি করে দখলে নেন। বর্তমানে ওই জমি তার ও তার পরিবারের দখলে রয়েছে বলে স্থানীয়রা জানান।

ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা অভিযুক্ত দফাদারের বক্তব্য নিতে ভজনপুর ইউনিয়ন পরিষদে গেলে তিনি কোনো মন্তব্য না করে প্রশ্নের মুখোমুখি না হয়ে তাৎক্ষণিকভাবে পরিষদ ত্যাগ করে পালিয়ে যান।

এ বিষয়ে ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসলিম উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

সরকারি দায়িত্বে থেকে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড জনস্বার্থ ও আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য আইনের ঊর্ধ্বে কেউ নয়, সরকারি পরিচয় ব্যবহার করে জমি দখলের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST