পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন জামায়াতের সহকারী আমির আব্দুল কাদের গ্রাম্য সালিশী বৈঠকে পক্ষ্যপাতদুষ্ট, অন্যায়, আইন বর্হিভূত, অসৎ উদ্দেশ্য, মারমুখী আচরন ও জমি দখলের অভিযোগ করেছে ভুক্তভোগী একটি পরিবার।রোববার (১২ জানুয়ারি)বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ের জেলা আমির বরাবরে প্রতিকার ও আইনগত ব্যবস্থা গ্রহনে লিখিত অভিযোগ করেন,কালিগঞ্জ লোহাগাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
অভিযোগে বলা হয়েছে-রফিকুল ইসলামের সাথে একই এলাকার জামায়াত কর্মী ইদ্রিস আলীর দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ।বিষয়টি অনেকবার আপোষের জন্য বসা হয়েছে কিন্তু ইদ্রিস আলীর অসহযোগীতার কারনে সম্ভব হয়নি।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর জামায়াত নেতাদের দ্বারস্থ হয় ইদ্রিস আলী।পরে উপজেলা আমির দায়িত্ব দেয় দন্ডপাল ইউনিয়নের আমির ইব্রাহীম ও আব্দুল কাদেরকে।পরে নেতারা একতরফাভাবে অনুপস্থিতিতে জমি পরিমাপ করে, জোরপূর্বক দখল করে পাকা পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে দেয়।বিষয়টি আবারও উপজেলা আমিরকে জানানো হলে ৩ নভেম্বর আপোষের চেষ্টা করেন।পুরো ঘটনা জানার পর একতরফাভাবে জমি পরিমাপের বিষয়টি আইনসম্মত না হওয়ায় সীমানা পিলার তুলে ফেলেন।এ ঘটনায় জামায়াত কর্মী ইদ্রিস আলীসহ তার ছেলেরা মারমুখী আচরন করায় সালিশি কার্যক্রম স্থগিত করেন।১১ জানুয়ারি দুই পক্ষের উপস্থিতিতে আপোষের চেষ্টা করা হয়।সালিশী কার্যক্রমে ইব্রাহীম ও আব্দুল কাদের উপস্থিত হয়। আগের মতোই আব্দুল কাদের পক্ষপাতদুষ্ট হয়ে আমার দখলীয় জমি জামায়াত কর্মী ইদ্রিস আলীকে দেওয়ার জন্য সার্ভেয়ারকে (আমিন) চাপ প্রয়োগ করে।বিষয়টি বুঝতে পারলে মারমুখী আচরন ও বিভিন্নভাবে হুমকি দেয় তিনি।
ভুক্তভোগী রফিকুল ইসলাম জামায়াত নেতা আব্দুল কাদেরের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান।