ঢাকাTuesday , 11 November 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে জৈব বালাইনাশক ‘বায়োলিড’-এর মাঠ দিবস অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
November 11, 2025 1:12 pm
Link Copied!

মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মধ্যপখিলাগা এলাকায় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্ভাবিত জৈব বালাইনাশক পণ্য ‘বায়োলিড’ নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্থানীয় কৃষক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক কেএম মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিক ইসলাম ও নবকুমার রায়, ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আরএসএম শাহিন আক্তার, মার্কেটিং অফিসার জাহাঙ্গীর আলম, স্থানীয় পরিবেশক আহসান হাবীবসহ অন্যান্যরা।

কৃষক সমাবেশে প্রধান অতিথি কেএম মনোয়ার হোসেন বলেন, “জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এখন সময় এসেছে মাটির উপকারী অণুজীব রক্ষায় জৈব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর। বায়োলিড এমন একটি জৈব বালাইনাশক, যা মাটির জীববৈচিত্র্য রক্ষা করে এবং ফসলকে রোগমুক্ত রাখে।”

তিনি আরও বলেন, রাসায়নিকের পরিবর্তে বায়োলিড ব্যবহার করলে বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত ও অধিক ফলনশীল ধান উৎপাদন সম্ভব। এটি শুধু মাটির উর্বরতা বাড়ায় না, বরং জমি শোধন করে দীর্ঘমেয়াদে উৎপাদন খরচও কমায়। বীজ শোধনের ক্ষেত্রেও পণ্যটি অত্যন্ত কার্যকর, যা নিয়মিত ব্যবহারে রোগবালাই নিয়ন্ত্রণে রাখবে এবং ফসলের গুণগত মান উন্নত করবে।

আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী কৃষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে প্রথম স্থান অর্জনকারী কৃষককে স্প্রে মেশিন এবং আরও দুইজন কৃষককে উপহার সামগ্রী প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST