মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার পাথর ভর্তি ট্রাক্টর চাপায় রফিকুল ইসলাম বাচ্চু (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার গলেহা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বাচ্চু কামাতকাজলদিঘী ইউনিয়নের বন্দেরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় স্থানীয়রা ট্রাক্টরসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানায়, বিকেলে গলেহা বাজার থেকে বাজার করে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ রফিকুল ইসলাম বাচ্চু। বাইসাইকেলে রওনা হওয়া মাত্রই পঞ্চগড় থেকে চাকলাগামী একটি পাথরবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যান তিনি। এ সময় ট্রাক্টরের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যান তিনি। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাক্টরসহ চালক তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তরিকুলের বাড়ি পঞ্চগড় সদর উপজেলা সাতমেরা ইউনিয়নের শতরংপাড়া এলাকায়।
পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক্টরসহ চালককে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তার বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।