মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।
শীতের জেলা পঞ্চগড়।গত দুদিন ধরে ঘন কুয়াশা প্রচন্ড শীতের কারণে খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা মানবেতর জীবনযাপন করছে। দুদিন ধরে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলে নি। দিনের বেলায় গাড়ির লাইট জেলে যানবাহন চালাচ্ছেন গাড়ি চালকরা। দিনমজুর শ্রমিক রিক্সা চালক ভ্যানচালক খেটে খাওয়া মানুষের অতিরিক্ত ঠান্ডার কারণে ঘর থেকে বাহির হইতে পারতেছে না। ভ্যান চালক আব্দুর রহিম গণমাধ্যম কর্মদের জানান অতিরিক্ত ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছে বর্তমানে আমরা খুবই কষ্টে আছি অতিরিক্ত ঠান্ডার কারণে অনেকেই ভেনে চড়তে চাচ্ছে না, আগে সারাদিন ভ্যান চালিয়ে দুইশত থেকে ৩০০ টাকা ইনকাম হতো আর এখন ১০০ থেকে ১৫০ টাকা ইনকাম করতে অনেক কষ্ট করতে হচ্ছে। প্রচন্ড ঠান্ডার কারণে বোদা সদর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে, বোদা সদর হাসপাতালে গিয়ে দেখা যায় বয়স্কদের চাইতে শিশু রোগীর সংখ্যা অনেক বেশি।আবহাওয়া অফিস জানান আরো কয়েকদিন এরকম আবহাওয়া থাকতে পারে।