পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে নিয়োগবিধি ও নীতিমালা প্রনয়নের দাবীতে পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক এবং পরিবার কল্যান সহকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছে। মঙ্গলবার সকাল থেকে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী এসোসিয়েশনের আহবানে পঞ্চগড় সদর উপজেলা চত্তরে এই কর্মসূচি শুরু করেছেন । অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যান পরিদর্শিকা এসোসিয়েশন, পরিবার কল্যান সহকারী সমিতি, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পঞ্চগড় শাখার সদস্যরা এই কর্মসূচি পালন করেন। আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করার ঘোষনা দিয়েছেন । সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পরিবার কল্যান সহকারী, পরিদর্শক এবং পরিদর্শিকারা তাদের কর্মস্থল ছেড়ে উপজেলা চত্তরে চেয়ার নিয়ে বসে আছেন সেই সাথে তাদের দাবী দাওয়া নিয়ে বক্তব্য দিচ্ছেন। এসময় এক দফা এক দাবী নিয়োগবিধি নিয়োগবিধি বলে স্লোগান দেন অবস্থানকারীরা। পরিবার পরিকল্পনা সহকারী মুক্তা বেগম এবং পরিদর্শক আহসান হাবিব বক্তব্য দেন। বক্তাদের দাবী ২৬ বছর থেকে পরিবার পরিকল্পনা চাকুরী করলেও তিনটি পদে কর্মচারীদের নিয়োগ বিধি নীতিমালা নেই এজন্য একই পদে চাকুরি করছেন কোন পদন্নোতি নেই গ্রেডও পরিবর্তন হয়না অথচ রাজস্ব খাতে অন্যান্য দপ্তরে চাকরি করা নারী পুরুষদের সহজেই পদোন্নতি গ্রেড পরিবর্তন হয় এজন্য আমরা বৈষম্যের শিকার হয়েছি। পরিবার পরিকল্পনা পরিদর্শক আহসান হাবিব বলেন দীর্ঘ ২৬ বছর থেকে মাঠ পর্যায়ে যারা চাকুরি করছে আমাদের কোন নিয়োগবিধি নেই। এজন্য যে পদে চাকুরিতে প্রবেশ করি সেই পদেই অবসর নিতে হয়। আমরা এর আগেও আন্দোলন করেছি মানববন্ধন সংবাদ সম্মেলন করেছি কিন্ত কতৃপক্ষ কোন কর্নপাত করেনি। আমাদের দাবী আদায় না হলে আমরা কঠোর কর্মসূচি পালন করবো। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মস্থলে ফিরবোনা। অতি দ্রুত আমাদের নিয়োগ বিধি চুড়ান্ত করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষনা দেন। পরিবার কল্যান সহকারী আমাদের দাবী একটাই ২৬ বছর থেকে কোন নিয়োগ বিধি নেই আমাদের পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মচারিরা বৈষম্যের শিকার হচ্ছি। সামনে আমাদের সেবা সপ্তাহের কার্যক্রম বর্জন করবো। প্রধান উপদেস্টার কাছে আমাদের দাবী আামাদের বৈষম্যমুক্ত করবেন। কারন বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ তাই আামাদের দাবী মেনে নিবেন অন্যথায় আমরা কর্মস্থলে ফিরবোনা। অবস্থান কর্মসূচিতে জেলা ৫০ জনের বেশি পরিবার কল্যান সহকারী পরিদর্শক পরিদর্শিকা অংশ নেন। প্রতিদিন অফিস চলাকালিন সময়ে আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মচারীরা।

