ঢাকাSaturday , 11 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পঞ্চগড়ে বসত ভিটা উচ্ছেদেরে হুমকিতে দিশেহারা একটি পরিবার।

    দেশ চ্যানেল
    January 11, 2025 12:54 pm
    Link Copied!

    পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    ভুমিহীন আবু হানিফ, অতিকষ্টে ছোট একটি পানের দোকান করে আর সন্তানের আয় রোজগার দিয়ে এখন চলার মত কিছুটা স্বচ্ছল, কয়েকবছর আগে মাথা গুজার ঠায় ছিলোনা তার। ,অল্পঅল্প করে টাকা জমিয়ে এক টুকরো জমি বিশ্বাসের উপর সাদা কাগজে জমির মালিক মোহাম্মদ মোখলেছার রহমান এর কাছ থেকে লেখে নিয়ে বসত ভিটা তৈরি করে নাতিনাতনী সহ পরিবারর নিয়ে বসবাস করে আসছিলো তিনি। প্রায় পাঁচ,ছয় বছর পর আবু হানিফ জানতে পারে মোকলেছার মারা যাওয়ার পর ওই জমি আয়নাল নামে এক যুবকের কাছে বিক্রি করে দেয় মোকলেছের ছেলে তন্ময়। এখন বারবার বসত ভিটা উচ্ছেদের হুমকিতে দিশেহারা পরিাবারটি। ঘটঁনাটি ঘটেছে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা দেবীডুবা ইউনিয়নে .. গ্রামে। এদিকে বসত ভিটায় রক্ষায় ইউনিয়ন পরিষদ,থানা ভুমি অফিস সেনাবাহিনী সহ বিভিন্ন জায়গায় ন্যায বিচারের জন্য অভিয়োগ নিয়ে গেলেও কোন সুরাহা পাননি পরিবারটি। তাই এখনো ন্যায় বিচারের দাবিতে ছুটছেন মানুষের দ্বারেদ্বারে।

    এদিকে ভুক্তভোগি আবু হানিফ বলেন, গত ২৪/২/২০১৭ ইং, মোহাম্মদ মোখলেছার রহমান এর কাছ থেকে ২৬০ খতিয়ানের ৩২২৮ দাগে ১৭ শতক জমি বায়নামা সুত্রে কিনেন লিখিত সাদা কাগজে। এতে সাক্ষী ছিলেন মোখলেছার রহমানের ছেলে তন্ময। পাশাপাি আবু হানিফ ১৭ শত জমি বাবদ ১ লক্ষ ২৪ হাজার টাকা তিন ধাপে দেন মোকলেছারকে, সেটাও ছিল সাদা কাগজে লিখিত। জমির দাম হয় ১ লক্ষ ৮৫ হাজার টাকা, হঠাৎ করেই মোখলেছার রহমান অসুস্থ হয়ে মারাযান। তার আগে মোখলেসার রহমান আবু হানিফ কে বলেন আমি সুস্থ হয়ে ১৭ শতক জমি তোমাকে রেস্ট্রি করে দিব। এ বিষয়ে এলাকার অনেকেই জানেন। কিন্তু মোখলেছার রহমানের যানাজার সময় জমির দাবি নিয়ে আবু হানিফ কথা বললে তন্ময় জমি রেজিট্্ির দিতে রাজি হন। এর পর গোপনে তন্ময় ্ওই জমি একই এলাকার আয়নাল নামে এক যুবকের কাছে বিক্রি দেয়। আয়নাল এখন বারবার উচ্ছেদ সহ মামলা হুমকি দিচ্ছে বলে জানান হানিফের পরিবারটি। তাই ভয়ভীতি আর দুশ্চিন্তায় নিয়ে দিন পার করছে পরিবারটি। সুষ্ঠ বিচারের জন্য ঘুরছেন মানুষের দ¦ারে দ¦ারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST