পঞ্চগড় প্রতিনিধি:
সীমান্ত হত্যা, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, গবাদি পশু ও মাদকদ্রব্য চোরাচালান, আন্তঃসীমানা অপরাধ শূণ্যের কোটায় নামিয়ে আনা এবং সীমান্ত এলাকার জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম। এ সময় অন্যদের মধ্যে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, বিজিবির ঘাগড়া বর্ডার আউটপোস্টের (বিওপি) কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার রহমাতুল কবীর, ঢাঙ্গীপুকরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য হাসিবুল ইসলামসহ সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল আসাদুজ্জামান হাকীম সীমান্তবর্তী মানুষদের অবৈধভাবে সীমান্ত পারাপার না হওয়া, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় জমিতে চাষাবাদ এবং ঘাস কাটতে না যাওয়ার আহ্বান জানান। এছাড়াও সীমান্ত হত্যা রোধে মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালানের কার্যকলাপের সাথে জড়িত না হওয়ার অনুরোধ করেন তিনি।