পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আমিরুল ইসলাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে নৌকা মার্কার প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সহ -সভাপতি নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা পঞ্চগড় সদরের ৮নং ধাক্কামারা ইউনিয়নের হাট বাজার সহ বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন।
আজ শুক্রবার (২৯ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের হাট বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন তিনি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়বুর রহমান, ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম সহ ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক, দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।