মোঃ আমিরুল ইসলাম
পঞ্চগড় জেলা প্রতিনিধি,
প্রতিবছরের ন্যায় পঞ্চগড়ে এবারও মহান বিজয় দিবসটি নানান আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
শনিবার ১৬ ডিসেম্বর ভোর ৬ টা থেকে স্মৃতিসৌধে ফুলের ডালি হাতে নিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল শ্রেণী পেশার নারী- পুরুষ সহ সব বয়সের মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত। ভোরে স্মৃতিসৌধে ফুল অর্পণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পি পি এম, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ সহ পঞ্চগড় জেলা আওয়ামী লীগেরব সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসক জহিরুল ইসলাম এর আয়োজনে,
বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্টোডিয়ামে শুরু হয় মহান বিজয় দিবসের নানা আয়োজন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও বিশেষ অতিথি পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা পিপিএম।
সকাল ৯ টার সময় পঞ্চগড় জেলা প্রশাসন এর আয়োজনে এডভোকেট বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টোডিয়ামে প্যারেড,কুঁচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়, এ সময় বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন।
এতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদ কর্মী, পুলিশ টি, ফায়ার সার্ভিস টিম, আনসার টিম সহ সকল সরকারি -বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ।
সকলের উপস্থিতিতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।