মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় জেলা শহরের অবস্থিত সড়কের দুপাশে সরকারী জমি দখল মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার সকাল থেকে জেলা প্রশাসক সাবেত আলীর নেতৃত্ব সড়ক বিভাগের উদ্দ্যোগে যৌথবাহিনী সহযোগিতায় চৌরঙ্গীর মোড় থেকে বানিয়া পট্রি মোড় পর্যন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের( রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক ইমরানুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সহ মার্কেট ও দোকান মালিকরা স্ব স্ব স্থানে উপস্থিত ছিলেন। সড়ক নিরাপদ ও যানজট নিরসনে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসক। পঞ্চগড় শহরে যানজট নিরসন ও সৌন্দর্য বর্ধনে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন। এসময় স্থানীয় মানুষ জেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছে।
আজকে প্রায় শতাধিক মার্কেট ও ফুটপাতের দোকান সড়কে দখলকৃত অবৈধ অংশ বিশেষ ইস্কেভেটর (ভেকু) দিয়ে অপসারন করা হয়।
প্রশাসন জানায়, নিরাপদ সড়ক ব্যাবস্থায় ও পথচারীদের চলাচলে যানজট নিরসনে এই অবৈধ উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলে জানায় জেলা প্রশাসক