মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড়ে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী ও তার ভাই, বোনসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।গত রবিবার (২০ জুলাই) পঞ্চগড় সদর থানায় এ মামলাটি দায়ের করেন( ভিকটিম) মোস্তফিজুর রহমান দুলাল (৩৫) এর মা মোছাঃমর্জিনা বেওয়া।তিনি সদর উপজেলার তুলারডাঙ্গা এলাকার মৃত আফাজ উদ্দিনের স্ত্রী।আসামীরা হলেন,মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী মোছা,ফেরদৌসি আক্তার জবা (৩০),তার ভাই তানভির হোসেন তনি (৩৫),ফাইজা আক্তার (২৩) ও মোছাঃ তনজিনা আক্তার (৬৫) তারা সদর উপজেলার মিলগেট ইসলামপুর এলাকার মৃত আব্দুল জলিলের স্ত্রী ও সন্তান।
মামলা সুত্রে জানা যায়,মোস্তাফিজুর রহমান দুলাল (৩৫) এর সাথে মোছা,ফেরদৌসি আক্তার জবা’র প্রায় ১১ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঔরশে দুই কন্যা সন্তানের জন্ম হয়।একজনের বয়স ১০,অপরজনের দুই বছর।বিয়ের পর দুলাল নিজের মায়ের বাড়ি বিক্রি করে শশুর বাড়ির পাশে জায়গা নিয়ে বাড়ি করে সংসার করছিল।আসামীরা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বেশ কয়েকবার বিচার শালিশও হয় বিষয়টি নিয়ে।১৮ জুলাই শুক্রবার ঘটনার দিন সকালে এজাহারভুক্ত আসামীসহ অজ্ঞাত নামা ৫/৭ জন হাতে লোহার রড, বাঁশের লাঠি নিয়ে দুলাল এর বাড়ীতে গিয়ে মারপিট করে।যার ফলে দুলালের মুখে, বুকে, পেটে, পায়ে, বাম হাতে, কাঁধে ও থুতনিতে কালশিরা আঘাতের দাগ রয়েছে এবং গলায় ওড়না পেঁচিয়ে হত্যার চেষ্টা করে।অবস্থা বেগতিক হলে আত্মহত্যার অপবাদ দিয়ে, আসামীরা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে দ্রুত রংপুর মেডিকেলে রেফার্ড করেন। রংপুরে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে ভর্তি করে, আই.সি.ইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ জুলাই দিবাগত রাত ১২.৪০ মিনিটে মৃত্যু হয়।মৃত্যুর খবর শুনে আসামীরা আত্মগোপনে রয়েছে।মামলার বাদী নির্যাতনসহ মারধর করার ফলে ছেলের মৃত্যু হওয়ায় বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আসামীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
জানা যায়, অভিযুক্ত মোছা,ফেরদৌসি আক্তার জবা পঞ্চগড় সদর হাসপাতালে স্টোর কিপার পদে ও তার ভাই তানভির হোসেন তনি ইলেকটিশিয়ান পদে কর্মরত রয়েছেন।হত্যার বিষয়টি জানার জন্য একাধিকবার মুঠোফোনে কল দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ভিকটিম মোস্তফিজুর রহমান দুলালের বড় বোন কুলসুম জানান, দুলালের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিন্হ রয়েছে, তাকে পরিকল্পিত ভাবে হত্যার দাবি করেন তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক তৈয়ব আলী সরকার জানান, লাশ রংপুরে ময়নাতদন্ত হচ্ছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।