মোঃ আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে ও ঠাকুরগাঁওয়ে প্রতারণা করে টাকা আর্তসাৎ করার অভিযোগে গত ৫ বছর আগে দায়ের করা ২০ মামলার আসামী মকছেদুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গত বুধবার (২৪ জানুয়ারি) ভোর রাতে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা আমির। পরে সকল আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গত ৫ বছর আগে প্রতারণা করে টাকা আর্তসাৎ করার অভিযোগে পঞ্চগড়ে তার বিরুদ্ধে ১০ টি সিআর মামলা ও ঠাকুরগাঁএ ৭টি সিআর ও ৩টি জিআর মামলা দায়ের হয়।
গ্রেফতার মকছেদুল ইসলাম রিপন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া খেরকিডাঙ্গা গ্রামের সফিকুল ইসলাম সফিকের ছেলে।