আমিরুল ইসলাম পঞগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় এক মাস ব্যাপী পৌর শিল্প বাণিজ্য মেলায় কর্তৃপক্ষের চোখের সামনে চলছে অবৈধ রেফেল ড্র, যদিও মেলা কর্তৃপক্ষ বলছিল গেট পাস টিকিট এর মাধ্যমে লটারি দেওয়া হবে কিন্তু তারা, তা না করে পঞ্চগড়ের আনাচে-কানাচে পাড়ায় মহল্লায়, আকর্ষণীয় পুরস্কার দেখিয়ে অটো রিস্কায় করে বিক্রি করছে রেফেল ড্র কুপন।
মেলাটির সময়সীমা পেরিয়ে গেলেও আবার সময় বাড়িয়ে নেওয়া হয় অবৈধ রেফেল ড্র চালানোর জন্য। এদিকে লক্ষ লক্ষ টাকার কুপন বিক্রি করেও ড্র না দিয়ে মেলা কর্তৃপক্ষ সময় অতিবাহিত করছে।
এতে করে রেফেল ড্র কুপন ক্রয়কারী রা খোপে ফসলে উঠছে সেই সাথে ঘটছে নানান আপত্তিকর ঘটনা। একদিকে যেমন দ্রব্যমূল্যের বৃদ্ধিতে মানুষ হিমশিম খাচ্ছে ঠিক সেই সময় মেলায় চলছে অবৈধ জুয়া, এসব অবৈধ কর্মকান্ড জুয়া বন্ধ করার জন্য সুশীল সমাজের দাবি পঞ্চগড় কর্তৃপক্ষের কাছে।
রবিবার রাতে গেট পাস নিয়ে যুবকদের মধ্যে দফায় দফায় হট্টগোলের সৃষ্টি হয়েছে।
এতে করে মেলায় আসা মা-বোনদের শীলতা হানি ঘটেছে। মেলায় এসব উদ্ভট কর্মকাণ্ড দেখে অনেক নারী শিশু মেলা থেকে বেরিয়ে চলে যায়।
নারীরা অনেকেই বলছেন গেটে লেখা রয়েছে পৌর শিল্প বাণিজ্য মেলা কিন্তু মেলার ভেতরে রেফেল ড্র কুপন বিক্রির কারণে ঘটছে আপত্তিকর ঘটনা, কিভাবে আমরা বাচ্চাদের নিয়ে এই মেলা উপভোগ করব, তাই বাসায় চলে যেতে হচ্ছে।
মেলা পরিচালক শামীম শেখ, ওহীইদুল, স্থানীয় নুরুজ্জামান ও শাহ আলম। এদের কারণে মেলাটিতে সৃষ্টি হয়েছে অস্থিরতা।