পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আমিরাবাদ বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় রাষ্ট্র সংস্কারের বার্তা।
মঙ্গলবার (২৭ শে মে) বিকাল ৪ টার দিকে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজ, বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ মুন্না, পটুয়াখালী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন, জেলা নবীনদলের সাধারণ সম্পাদক সোহেল শিকদার ও সেচ্ছাসেবকদলের সদস্য সচিব রিপন খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কনকদিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাজী মাসুদ, ছাত্রদল নেতা সানজিদ খান, নেয়ামুল ইসলাম, জিহাদ মুন্সি, রুবেল মল্লিক, রাকিব খানসহ কলেজ শাখা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, দেশের বর্তমান সংকট নিরসনে ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এই ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।