বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর পত্নীতলায় আজ (৯ ডিসেম্বর) মঙ্গলবার আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”দুর্নীতির বিরুদ্ধে তারুন্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসের কর্মসূচি আয়োজন করে। উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রা এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ আশীষ কুুমার দেবনাথ, উপজেলা মৎস্য অফিসার রুজিনা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রহল্লাদ কুন্ডু, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়কারী আমিনুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্ট এর এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, জাতীয়তাবাদী মহিলা দলের পত্নীতলা উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, আদিবাসি নেতা সুধীর তির্কীপ্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দূর করতে ব্যক্তি পর্ায় থেকে দুনীতি প্রতিরোধে কাজ করার উদাত্ত আহবান জানান। বিভিন্ন সেক্টরের দুর্নীতি প্রতিরোধ করতে সামাজিক অঙ্গীকার বাস্তবায়ন করার আহবান জানানো হয়। অনেক ক্ষেত্রে সাংবাদিকবৃন্দ নিউজে সত্যতা যাচাই না করে দুর্নীতির প্রতিবেদন করার অনুরোধ জানানো হয়। আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করাকে দুর্নীতি বলে আখ্যায়িত করা হয়। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার মধ্যদিয়ে এবং শুদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ পেতে পারি।

