বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি ডিগ্রি কলেজ গেট সংলগ্ন, সাদিদ কম্পিউটার এন্ড ডিজিটাল ল্যাব নামক প্রতিষ্ঠানে আনুমানিক বেলা ১১ টা ৩০মিঃ সময় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ধোধন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ সোহেল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া।এবং আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ মোয়াজ্জেম হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সাদিদ কম্পিউটার এন্ড ডিজিটাল ল্যাব পরিচারক মোঃ রবিউল ইসলাম (রুবেল) প্রমুখ।প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ সোহেল হোসেন অনন্যা সমবেত ভূমি মালিকদের উদ্দেশে বলেন, আপনারা ভূমি নামজারি করতে দালালের মাধ্যমে বেশি টাকা দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন। এই কারনে সরকার দালাল মুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল সেবা কেন্দ্র প্রকল্প চালু করেছে আপনারা দালাল না ধরে প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে শুধু মাত্র সরকারী ফি জমা দিয়ে আবেদন করতে পারবেন। ভূমি খারিজ সহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন।