ঢাকাThursday , 18 December 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলা সীমান্তে ভারতীয় মাদকসহ পাচারকারী গ্রেফতার।

দেশ চ্যানেল
December 18, 2025 5:26 pm
Link Copied!

বিপ্লব সরকারঃ স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে আনা হয়েছিল বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি)-এর হাট শাওলী বিওপি টহল কমান্ডার (জেসিও নং ১০১২৮) নায়েব সুবেদার মোঃ সোয়েব আলী মুন্সী’র নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টহলদল বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) -২০২৫ বিকাল ৪টায় সীমান্ত মেইন পিলার ২৫১/৫ এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোক্তার মোড় নামক স্থান হতে মোঃ রুহুল আমিন (৩২) পিতাঃ মোঃ সুলতান খন্দকার, গ্রামঃ হাট শাওলী, পোস্টঃ শ্যামপুর,পত্নীতলা, নওগাঁ। আটককৃত ব্যক্তিকে তল্লাশি করার সময় তার কাছ থেকে ভারতীয় তৈরি ১৯৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ০১টি উদ্ধার করা হয়। এসময় বিজিবি সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে হাতে-নাতে আটক করতে সক্ষম হন।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত ট্যাবলেটগুলো স্থানীয় থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পত্নীতলা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। জনস্বার্থে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST