নিজস্ব প্রতিবেদক :
পবিত্র শবে বরাত আজ রবিবার (২৫ শে ফেব্রুয়ারি) । সারাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা আজ রাতে মহান আল্লাহর ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শবে বরাত পালন করবেন।
হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে শবে বরাত পালিত হয়। এ রাতকে মুসলিম উম্মাহ পালন করেন মহিমান্বিত ভাগ্যরজনী হিসেবে। অনেক মুসলমানের বিশ্বাস, এই রাতে মহান আল্লাহ বান্দার পরবর্তী বছরের ভাগ্য নির্ধারণ করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম মসজিদে রাতে ওয়াজ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে।বিশ্বের মুসলমানদের জন্য ও দেশের বিভিন্ন মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল ও জিকির-আসকার অনুষ্ঠিত হবে।
পবিত্র শবেবরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। শবেবরাত সবার জন্য ক্ষমা, বরকত, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন তারা।