মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলায় এক নৈশ্য প্রহরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার সকাল ৯ টার দিকে গোপালদী পৌরসভা এলাকার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত নৈশ্য প্রহরীর নাম ওবায়দুল হক(৬০)।সে আড়াইহাজার উপজেলার সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে।গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক(এসআই)সোহাগ সাহা জানান- নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজারে পাহারা দিতেন। মঙ্গলবার রাতে তিনি পাহারা দিতে যান। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে হঠাৎ বুধবার সকালে বাজারের পরিত্যক্ত একটি দোকানে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে,খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।নিহত ঐ নৈশ্য প্রহরীর গায়ে কোনো আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়নি।কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না।ময়নাতদন্তের জন্য নৈশ্য প্রহরীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।