ঢাকাSaturday , 16 August 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের।

দেশ চ্যানেল
August 16, 2025 2:32 pm
Link Copied!

মনিরুল  ইসলাম মাহিম, খাগড়াছড়ি:

পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানাবিধ পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে। সেই ধারাবাহিকতায় ১৬ আগস্ট শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি মো. সুমন আহমেদ, নাগরিক পরিষদের সদর উপজেলা আহ্বায়ক মো. জসিম উদ্দিন বাবু, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মো. রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় খাগড়াছড়িবাসীর সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST