মোঃশিমুল হোসেন
জয়পুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৪জন অসাধু পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫।
গ্রেফতারকৃত আসামীরা হলেন,খাংগর হাটখালা বাজার আঃ লতিফের ছেলে ,মোঃ সুজন রহমান ৩৫
তাজপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ গোলাম রসুল (৩৯), উচনা গ্রামের -শ্রী সুনিল চদ্র সরকারের ছেলে শ্রী বিপ্লব চন্দ্র সরকার (২৭) একই গ্রামের হাসান আলী সরকারের ছেলে রুবেল ইসলাম (২৪)।
র্যাব সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন বাজার থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও স্কুল পড়ুয়া ছাত্র-যুবকদের কাছে বিক্রয় করার হয়৷ বুধবার ২৪জানুয়ারি সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার খাংগর হাটখোলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়৷
এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট সে গুলি বিক্রয় করায় সিপিইউ- মোবাইল,হার্ডডিক্স সহ তাদের গ্রেফতার করেছে র্যাব।
পরবর্তীত গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় আসামিদের হস্তান্তর করা হয়।