মোঃ শিমুল হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম কড়িয়া লকমা গ্রাম থেকে রবিবার আনুমানিক রাত ১২.০০ টার দিকে ৩০ বোতল বিদেশী মদ সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ।
গ্রেফতারকৃত আসামি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া লকমা গ্রামের মৃত রামদেও রবিদাস এর ছেলে শ্রী লক্ষন রবিদাস (৩৮)
মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নুরে আলম এর দিক নির্দশনায় গোয়ান্দা শাখার ভারপ্রপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুনের নেতৃত্বে ,পাঁচবিবি উপজেলার আয়মা রাসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শাহেদ আল মামুন জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পাঁচবিবি থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।