মোঃ আমজাদ হোসেন জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটর পাঁচবিবি উপজেলার বাগজানা সীমান্ত এলাকা থেকে ৫ পিস (৫.৮৩ গ্রাম) ওজনের স্বর্ণের বার সহ এক জন কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর ২৪ইং সকালের দিকে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করে ম্বর্ণসহ কারবারিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৫পিস( ৫.৮৩ গ্রাম) ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত স্বর্ণ কারবারি হলেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইল উপজলার আজিমপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোঃ বাবু হোসেন (২৫)।
১০( ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরের হিলিগামী অরিন পরিবহন অর্থাৎ বাসযোগে স্বর্ণের বারসহ সীমান্ত এলাকায় আসছে। এমন গোপন সংবাদর ভিত্তিত্বে ক্যাম্পের সদস্যরা পাঁচবিবি উপজলার বাগজানা সীমান্ত এলাকায় বাসটি পৌঁছলে তারা বাসটিকে থামিয়ে অভিযান পরিচালনা করে। বাসটির লাইসেন্স নাম্বার ঢাকা-মট্র-ব=১২-৩৪৮৪ নং অরিন বাসের এক যাত্রীকে সন্দেহজনক হলে তার শরীরে তল্লাসী করা হয়। এসময় পাচারকারী অভিনব কায়দায় তার পায়ের জুতার ভিতর লুকিয় রাখা ৫ পিস স্বর্ণের বার উদ্ধার করে তাকে গ্রেফতার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীণ আছে।